প্রকাশিত: Mon, Dec 4, 2023 11:51 PM
আপডেট: Tue, Apr 29, 2025 3:30 AM

[১] র‌্যাংকিংেয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ৮ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

এল আর বাদল: [২] কোচের হুংকার কাজে আসলো না সিঙ্গাপুর দলের। গত ১ ডিসেম্বর প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ নারী ফুটবল দল। তখনই সিঙ্গাপুর কোচ ঘোষণা দিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার। 

[৩] বিশ্ব নারী র‌্যাংকিংয়ে ১৩০ নম্বরে রয়েছে সিঙ্গাপুর। যেখানে বাংলাদেশের অবস্থান ১৪২ নম্বরে। যদিও ম্যাচে সাবিনাদের কাছে পাত্তাই পায়নি ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর দল। 

[৪] এমনকি ম্যাচে অতিথিরা একাদশে চারটি পরিবর্তন এনে দলে রাখে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে খেলা স্ট্রাইকার ডেনেল্লে তান লিকে। কিন্তু মাঠের চিত্র কোচের বক্তব্যের সঙ্গে অনেক ফারাক। প্রতিরোধ গড়া তো দূরের কথা, নব্বই মিনিটই তারা বাংলাদেশের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিলো। তারপরও স্বাগতিক বাংলাদেশের কাছ থেকে দুই হালি গোল খেয়েছে। 

[৫] গত শুক্রবার প্রথম ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে তিন গোলে জেতা বাংলাদেশ নারী দল সোমবার ছিলো আরো বেপরোয়া। পুরো মাঠজুড়ে তাণ্ডব চালিয়েছে লাল-সবুজ দলের প্রতিনিধিরা। 

[৬] তারা একচেটিয়া দাপট দেখিয়ে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যবধানে ম্যাচ জিতেছে। ৮-০ গোলে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে।

[৭] ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুন জোড়া গোল করেছেন। এছাড়া সাবিনা খাতুন, সানজিদা আক্তার, সুমাইয়া মাৎসুশিমা ও শামসুন্নাহার জুনিয়র একটি করে গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেছেন।

[৮] এই ম্যাচে সিঙ্গাপুর একাদশে পরিবর্তন আনলেও বাংলাদেশ দল অপরিবর্তিত রেখেই খেলছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশের মেয়েরা আধিপত্য দেখাতে থাকে। স্বাগতিকদের আক্রমণের তোড়ে খেই হারাতে থাকে সিঙ্গাপুরের রক্ষণ। প্রথমার্ধে বিজয়ী দল তিন গোলে এগিয়ে ছিল। সম্পাদনা: তারিক আল বান্না